বেপরোয়া এই মন কেন হারালি এমন,
ভালো থাকে মন দেখি তোর স্বপ্ন যখন।

ভাবনার আঙিনায় স্মৃতির খেয়ালে
খুঁজে চলে তোরই মন,
হৃদয়ের টানে অভিমান ভুলে
ছুঁয়ে দিস আমায় কখন।
স্বপ্নের খেলাতে থাকব দুজনে তখন,
এই মন চুপিচুপি তোকেই খোঁজে অকারণ।

তোকে ছাড়া যে ভালো লাগেনা
শূন্য লাগে এ জীবন,
স্বপ্ন ঘরে তে স্বার্থের পৃথিবী
মৌন লাগে যে তখন।
তোর কিছু হলে মন শুনবে না যে কারণ,
এই মন চুপিচুপি তোকেই খোঁজে অকারণ।


সুর: অভিক