নীল নীল স্বপ্ন গুলো পড়ে থাকে
চোড়া বালির উন্মুক্ত তটে,
যায় যায় পুড়ে যায় মন বেদনার
অশ্রু সিক্ত কাজল পটে।
চিনচিন বুকের কষ্টটা গভীর হয়ে
জমাট বাঁধে অজানা পাড়ে,
চুপিচুপি দিন গুলো ঠিকানা বিহীন
কেটে যায় রাতের ওপারে।
ছোট ছোট গল্প গুলো স্মৃতির দুয়ারে
আজও বসে কড়া নাড়ে,
টিকটিক সময়ের শব্দে ভেঙে যায়
স্বপ্ন ঘর সেদিনের ঝড়ে।
শুধু শুধু পড়ন্ত রোদে ব্যথা ভরা গায়ে
আকাশ পানে চেয়ে থাকি,
বারেবারে লেখা ভুল কবিতার পাতাগুলো
ছিঁড়ে ফেলে পুনরায় লিখি।
জোরে জোরে হৃদস্পন্দন শুনেছি বহুবার
তবু আজও আছি জীবিত,
মিটি মিটি জ্যোৎস্না রাতে কিংবা গভীর আঁধারে
সত্যি সে যে ফিরবে হয়তো!!