আকাশের রংধনুটা রং বদলায় না
মনের রংধনুটাই
রং বদলায়,
অতীতের ভুল গুলো চিরকাল
দাগ হয়ে থাকে
মনের খাতায়।
আমার মন যখন নব রঙে উদ্বেলিত
তখন তুমি চাইলে সে রং
বিলিয়ে দিতে,
রমনী তুমি তো এসেছিলে
সঙ্গোপনে বিরলতম
দীর্ঘ শ্বাস নিতে।
আমি যে শুধু ছিলাম তোমার
প্যাঁচানো মনের কোনে
জমানো শিলান্যাস,
আমার অস্থির ঘুমেতে করেছ
ক্লান্তি হীন অদৃশ্য এক
ভালোবাসার বিন্যাস।
নগ্ন বাহু যে মুছে দেয় মুহুর্তের
রং-রূপ-লাবন্য আর
ঢলে পরা যৌবনকে,
বিস্ফারিত চোখ থেকে উড়ে যাওয়া
দুটো সমুদ্র চিল
ভেঙে দেয় লাল স্বপ্নকে।।