একদিন আমি এ পৃথিবী ছেড়ে চলে যাব
এখানে আকাশে নীল নেই,
কালো মেঘ ছাড়া কোন চাওয়া নেই
এখানে আমার কিছু পাওয়ার নেই।
এখানে থাকে শুধু শূন্য ভাঙা হৃদয়
ক্ষত আর ক্ষতিতেই হয় ক্ষয়,
অভিমানী মনটাই স্মৃতির কষ্ট নিয়ে
নীরবে মেনে নেয় জীবনের পরাজয়।
এখানে আমি নিজের অনলে নিজেই জ্বলে
একাকী আঁধারে পথ হারিয়েছি,
দুঃখের চোরাবালিতে তলিয়ে আমি দিশেহারা
জানিনা কতটুকু ভালোবাসা পেয়েছি।
আমার চোখের অগোচরে ধূসর স্বপ্ন খেলাকরে
ব্যর্থ জীবনের করুণ স্রোতে,
প্রেমের বিষে নীলকণ্ঠ হয়েছি আমি
চাইনা মুঠো বন্দি হয়ে বাঁচতে।।