প্রচণ্ড বাস্তবতার ভিড়েও প্রিয় মানুষটির কথা মনে পড়বে, যদি সম্পর্কটা খাঁটি হয়।
মানুষের কেউ কেউ ভালোবাসে
স্বপ্ন দেখে,
কেউ কেউ মাঝ রাতে জ্যোৎস্নায়
অশ্রু ফেলে।
কিছু মানুষ দুঃখ খোঁজে,
কিছু মানুষ কষ্ট পোষে।
মানুষের কেউ কেউ একাকী
নিঃসঙ্গ থাকে,
কেউ কেউ চাঁদের সাথে
কথা বলে।
কিছু মানুষ পাল্টে যায়,
কিছু মানুষ স্মৃতি হয়।
মানুষের কেউ কেউ বদলে
লুকিয়ে থাকে,
কেউ কেউ নিজে পুড়ে
নিরবে জ্বলে।
কিছু মানুষ কারো নয়,
কিছু মানুষ করে অভিনয়।।
বাস্তবে বোধহয় শুধু মুগ্ধতা দিয়েই জীবন চলে না,
আসলে সমস্যা হীনতাও একটা গুরুতর সমস্যা।