আমার ভাই সম ছাত্র RKrishna Maiti এর অনুরোধে নিজেও কোন দিন শিক্ষক ছিলাম এই ভাবনা থেকে লিখলাম একটা ছোট কাব্য প্রাথমিক শিক্ষকদের জন্য।
#বেতন_সমতার_লড়াইয়ে_প্রাথমিক_শিক্ষক
🖋️কলমে : সুদীপ (চোখেরবালি)
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" """"" "" "
ন্যায্য দাবি মাথায় নিয়ে আজ আমরা নির্ভীক যাত্রী,
খোলা আকাশের তলে দৃঢ় প্রত্যয়ে আঁকড়ে ধরেছি ধরিত্রী।

খুঁজে চলেছি বেতন বৈষম্যের মাঝে বেঁচে থাকার সঠিক পথ,
তাই তো নিজ অধিকার রক্ষায় বেছে নিয়েছি সল্টলেকের ফুটপাথ।

জীবনের প্রথম শিক্ষা প্রাইমারীতেই আসে সকলের অন্তরালে,
আর শিক্ষক হয়ে বদলির  শাস্তিতে যেতে হয় দূর অজানার কোলে।

আজ আমরা অনশনের পথে এক লক্ষ ছিয়াশি হাজার শিক্ষক,
যারা শিশুর মেরুদন্ড আগামী দিনের ভবিষ্যৎ, জাতির রক্ষক।

শিক্ষায় জ্ঞান, শিক্ষায় মান, শিক্ষায় যে মনুষ্যত্বের জৈবিক অধিকার,
শিক্ষক কে ন্যায্য বেতনে পিছিয়ে রাখা সরকার কে জানাই ধিক্কার।

উস্থি ইউনাইটেডের পরিচালনায় আমরা হয়েছি আরও সাংগঠনিক,
আসুক যতই জলকামানের বাধা এবার অধিকার হবে সার্বজনীক।

দাবি মাত্র দুটো, ন্যায্য বেতন আর বদলিকৃত শিক্ষকদের দাও ঘরে এনে,
অন্যথায় চলবে আমৃত্যু অনশনের ঝড় বিকাশ ভবনের সামনে।

শিক্ষকতার রক্ত জমাট শ্রম ভাসছে নোংরা রাজনীতির জলে,
নেতারা আজ নির্লজ্জের মতো মুখ লুকিয়ে ঘরে ঠাণ্ডার  তলে।

ভাবতেও লজ্জা লাগে শিক্ষাও আজ কুলাঙ্গার রাজনীতির কবলে,
সমতা চাই বেতন ক্রমের এই দাবিতে যোগ দাও দলে দলে।

আজ ডুব দিয়েছি আত্ম সম্মানের পাথারে দান করে শিক্ষামৃত,
মূল্য বোধে সকলের অলক্ষ্যে ছিলাম যারা অবহেলিত - লাঞ্ছিত - বঞ্চিত।

আমরাও ইতিহাস পড়েছি, ইতিহাস পড়িয়েছি ছাত্রদের শিক্ষাঙ্গনে,
এবার আমাদের এই প্রতিবাদে লেখা হবে ইতিহাস দেখবে জনে জনে।

আর নয় বর্বরচিত নোংরা রাজনীতি, আর নয় মেকি আশ্বাস,
একটা ন্যায্য বিচার, একটা ন্যায্য পারিশ্রমিক পাব এটাই বিশ্বাস।

প্রাইমারী শিক্ষকদের ন্যায্য বেতন দিতে কেন এমন দূর মতি,
জানি না তাতে রাজস্ব কোষের কতটাই বা হবে প্রকৃত ক্ষতি!