আমার মন নিয়ে করলে শুধু
না জানি কি খেলা,
হৃদয় ভেঙেচুরে ভরে দিলে
শুধু ভীষণ জ্বালা।
এই ছন্নছাড়া মন তোমায় নিয়ে
স্বপ্ন বুনে ছিল,
তোমার যত ভালো লাগা ভালোবাসায়
দানা বেঁধেছিল।
অবুঝ এই মন হৃদয়ের ক্যানভাসে
তোমায় এঁকেছিল,
জীবনের সব আবেগী রঙ দিয়ে
তোমায় চেয়েছিল।
হয়তো কিছু দোষ ছিল
আমি স্বীকার তো করেছি,
এতো বড় শাস্তি কেন দিলে
আমি তো ক্ষমা চেয়েছি।
তোমাকে আমার জীবনের সব ভেবে
তবে কি ভুল করেছি?
একএক করে তোমায় সব দিয়ে
আমি তো শূন্য হয়েছি।।