লিখি আমি লিখি কবিতা আজ প্রতিদিন
মনের নীল খাতায়,
ছন্দময় শব্দ গুলো হয়ে যায় এলোমেলো
নিদারুণ জীবন ব্যথায়।
তোমায় নিয়ে দেখা রঙিন স্বপ্ন গুলো
বন্দি মনের ফ্রেমে,
হৃদয়ের সিংহাসনে যত্নে রাখা স্মৃতি গুলো
আমি ভুলি কেমনে।
এক পলকের জীবনে আকাশ দীপ তুমি
মনের চাওয়া পাওয়া,
ব্যথার প্রহরে তোমার কথা মনে রেখে
সুখের আসা যাওয়া।
সুখে দুঃখে হৃদয় মূলে সকাল বিকেল
শুধু তোমায় খুঁজি,
হাজার স্মৃতি রেখে গেছ শুধু তুমি
যন্ত্রণা দিতে বুঝি?
সুখের কাজল চোখের জলে মুছে গেছে
করুন বেদনার জোয়ারে,
তুমি বিনা জীবনে মোর নেমেছে অমানিশা
বোঝাব কেমন করে।।