একটা শব্দ কর্ণ কুহরে
বিদীর্ণ করে হৃদয়টা কে,
একটা আশঙ্কা মনের ভিতর
ছিন্ন করে জীবনটাকে।
একটা তৃষ্ণার্ত হৃদয়ের মরুভূমে
শুধু ধু ধু বালুচর,
একটা যন্ত্রণা ঘিরে রাখে
আমার মনের অন্তর।
একটা বাসনা কামনার গলিতে
ইচ্ছের রঙ মাখে,
একটা রাত জ্যোৎস্নায় ভিজে
বেদনার স্মৃতি আঁকে।
একটা জীবন ঢেকে গেছে
নিরাশার কালো মেঘে,
একটা প্রেম শুধু ছিল
নিদারুন মিথ্যের আবেগে।
একটা বোতাম বুক পকেটে
সুতো টা গেছে ছিঁড়ে,
একটা দাগ ঠোঁটের ফাঁকে
আজও আছে পড়ে।
একটা অভিমান সুপ্ত থাকে
নরম বুকের খাঁজে,
একটা বালিশ আজও নিরুত্তর
অশ্রুতে আছে ভিজে।
একটা আলসে তপ্ত দুপুর
হাসে রোদের পাড়ে,
একটা বায়না ভাবনার ভিড়ে
হারিয়ে গেছে চুপিসারে।