তোমার জন্যে সকাল সন্ধ্যে
ভাবি শুধু একা,
সময় হলে একটু উঁকি
একবার দিও দেখা।
তোমার জন্যে হৃদয়ে আমার
রয়েছে জমে ব্যথা,
ঘুচবে সবই শোনো যদি
একবার বলো কথা।
তোমার জন্যে বিনিদ্র রজনী
স্বপ্ন নিয়ে রাতে,
স্মৃতির ভিড়ে দাঁড়িয়ে থাকো
ছোট্ট হৃদয়ের সাথে।
তোমার জন্যে তপ্ত রোদে
ক্লান্তির পথ চলা ,
বৃক্ষ তলে জুড়ায় বক্ষ
তোমার পরশে দুপুর বেলা
তোমার জন্যে অসীম আকাশে
বলাকা হয়ে ভাসা,
রামধনু হয়ে মিশে যায়
যদি পাই ভালোবাসা!
তোমার জন্যে মেঘলা দিনে
বৃষ্টি হয়ে ঝরা,
বজ্র মাঝে তোমার দেখা
নইলে জীবন অধরা।।