আরও একটা দিন
আরও একটা রাত
থাকবে কি তুমি আমার সাথে,
হারিয়ে যাবে কি
হাতে হাত রেখে
আরও কিছু স্বপ্ন দেখার আছে।..... ২
সত্যি করে বলনা
কেন কর ছলনা.... ২
ছেড়ে দেবে না কখনো আমার হাত
আরও একটা দিন
আরও একটা রাত
থাকবে কি তুমি আমার সাথে,
হারিয়ে যাবে কি
হাতে হাত রেখে
আরও কিছু স্বপ্ন দেখার আছে।
কথা দাও আমাকে
আমাকে আমাকে
কথা দাও.... আমাকে
যদি কোন দিন আমি
দূরে যাই চলে
ভুলে যাবে কি আমাকে
আরও একটা দিন
আরও একটা রাত
থাকবে কি তুমি আমার সাথে,
হারিয়ে যাবে কি
হাতে হাত রেখে
আরও কিছু স্বপ্ন দেখার আছে।
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" ""
সুর দেওয়া হয়েছে ও বাংলা চলচ্চিত্র "দ্রোপদী" তে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।
This song Composed by - Avik BHAGAT and souvik mukhopadhya
Music arranger -Avik BHAGAT
Singer - pinky Roy - Souvik
Vocal - LM studio