একটা দিন তোমায় ছাড়া
জীবনটা কতটা নিঃস্ব,
যেন কাটছে হাজার বছর
যন্ত্রণায় দীর্ণ স্পর্শ।
তোমায় ছাড়া আজ আমি
পেয়েছি শুধু যন্ত্রণা,
বুঝেছি; কত মনের ভিতর
জমেছে নীরব কামনা।
তোমার জন্যে উদাস মনে
সকাল থেকে সাঁঝ,
তুমি বিনা হৃদয় আকাশে
পড়তে থাকে বাজ।
একটা দিনেই বুঝেছি আমি
তোমায় কত ভালোবাসি,
রংধনু মাখা মনটা নিয়ে
ধোঁয়াশার আকাশে ভাসি।।
তোমার বিহনে হৃদয় জ্বালা
বুঝবে তুমি কবে,
এমন তর নীল বেদনায়
দেহ অন্তহীন হবে।
মনের কষ্ট মোনই বোঝে
জোছনা ভরা রাতে,
এমন করে যাওগো কেন
শূন্যতা জাগিয়ে বুকে?
এক দিনেতেই জীবনে হয়েছে
মন খারাপের গর্ত,
অচেনা কাব্যের বিকেলটা আজ
মানছে না কোনো শর্ত।
বৃষ্টি স্নাত চোখের কোনে
উপচেপড়ে হৃদয় নদী,
গুমরে মরা অভিমানটা বুঝতে
ছুঁয়ে দেখতে যদি।।