মেঘ মুক্ত রাতের আকাশে
ফুটে থাকে তারা,
পুরনো স্মৃতির ধূম্র বাতায়নে
মন যে বাঁধন ছাড়া।
হৃদয়ের রক্তিম ফুলের বাগে
অলীরা থাকে মত্ত,
নিশুতি রাতের প্রহরী হয়ে
জাগবে আর কত?
যন্ত্রণা ক্লিষ্ট দক্ষিণা হাওয়ায়
জীবনের প্রতিটা দিন,
পলকে পলকে ভেজা বালিশে
হয়ে যায় লীন।
স্মৃতিরা শুধু পড়ে থাকে
মলিন আঁধারের আবরণে,
হৃদয়ের অলিতে গলিতে রক্তক্ষরণ
জমে থাকে অকারণে।
মনের আয়নায় প্রতিফলিত হয়
অবাঞ্ছিত ভালোবাসার প্রতিবিম্ব,
নিঃস্বার্থ সমাপ্তির পথে চলায়
মানুষের শেষ গন্তব্য।।