ও আকাশ ও বাতাস
তুমি যে আমাদের ডাকো,
ও মাটি ও বারি
তুমি কি এমনি থাকো।
Today is our day hu-la-la-la.
It's our dream so hu-la-la-la.
অজানা এই মনে সুরে সুরে
চোখ বলে তুমি যে কত দূরে।
আমরা সেই পথে ঘুরে ঘুরে
অচেনাকে চিনি এই হৃদয় জুড়ে।
We can enjoy these hu-la-la-la.
Today is our day hu-la-la-la.
চোখের পলকে আঁকা বাঁকা পথ যে যাচ্ছে মিশে,
দিগন্ত থেকে দিগন্তে ঐ নীল আকাশের শেষে।
ক্ষণিকে হারায় মন অভিলাষী,
মনে মনে শুধু তোমায় ভালোবাসি।
আমরা এক সাথে পাশাপাশি,
মন চায় খুঁজে নিতে মুখের হাসি।
It's feel very touch hu-la-la-la.
Today is our day hu-la-la-la.।