তুমি আমি দুজনায় প্রেম মোহনায়,
চোখে চোখে কথা হয় এই নিরালায়।
পৃথিবীর সব সুখ পেয়েছি আজ আমি,
শুধু তোমারি তোমারি...
ও.. প্রিয়া ও প্রিয়া আমি তোমার শুধু তোমার।
ও প্রিয়া ও প্রিয়া আমি তোমার শুধু তোমার।
এই অরণ্যে মন হারালো
হৃদয় স্রোতে দূর অজানায়,
তোমায় পেয়ে হলাম দামী
বুঝিনি সে কোন ভাবনায়।
ফুলের গন্ধে মন ভরেছি আজ আমি
শুধু তোমারি তোমারি...
ও.. প্রিয়া ও প্রিয়া আমি তোমার শুধু তোমার।
ও প্রিয়া ও প্রিয়া আমি তোমার শুধু তোমার।
সমব্যথী পল এসে ভালোবেসে,
ব্যথায় ব্যথায় দিন রাত্রি মেশে।
স্বপ্ন যে আজ সত্যি হল
তোমার একটু উষ্ণ ছোঁয়ায়,
আরও যদি কাছে আসো
দুটি হৃদয় রঙে রাঙায়।
ভেসে যাব প্রেমের স্রোতে আজ আমি
শুধু তোমারি তোমারি...
ও.. প্রিয়া ও প্রিয়া আমি তোমার শুধু তোমার।
ও প্রিয়া ও প্রিয়া আমি তোমার শুধু তোমার।