বৃষ্টির মিছিলে দমকা হাওয়ায় উড়ছে আঁচল
শরীরের ভাঁজের আনাচে কানাচে মেঘের লুটোপুটি।
ঠিক ভুলের ধারপাত ছিঁড়ে ফুটে ওঠে সম্ভোগ,
তৃপ্তির নিশ্বাস টেনে বেড়ে ওঠে উষ্ণ হৃদস্পন্দন।
আলোর আলেয়ায় ভেসে ওঠে অনাকাঙ্খিত শব্দ জট,
বিষন্ন হারমোনিয়ামের সুরে ভেসে যায় দিকভ্রান্ত তরী।
শূন্যতার সীমানায় বন্দি হয় অতৃপ্ত মৈথুন,
বিছানার কিনারে জমে ওঠে অপদেবতার পায়ের ছাপ।
অস্থির দুহাত খুঁজে নেয় অচৈতনিক বিশ্বাসের পিঠ,
বেমানান দেওয়ালের বুকে ফোটে আঁকিবুকি মানচিত্র।
চিহ্নিত চিবুকের টোলে আটকা পড়ে তুমি বদ্ধ ঘর,
পিচ্ছিল আদরের পথে নতজানু অপক্ত শব্দমালা।
নিভে যাওয়া আগুনে মুহূর্তে স্ফুলিঙ্গের আস্ফালন,
নগ্নতার ক্যানভাসে জেগে ওঠে নৈসর্গিক নিঃসঙ্গতা।।