জীবন থেকে একজন একজন করে হারিয়ে যাচ্ছে,
সঙ্গে হারিয়ে যাচ্ছে আনন্দ উল্লাসের সময় গুলো।
"এবার আমার পালা" জীবন থেকে হারিয়ে যাবার,
কেন যেন অনুভূত হচ্ছে আমিও হারিয়ে যাচ্ছি।
এই পৃথিবীর নির্মল সুন্দর রূপসী রূপ থেকে
আমিও কালের অমোঘে চির অজানা অন্ধকারে বিলীন হব।
আমার অগোছালো জীবনের বেশ কয়েকটি পর্ব সমাপ্ত,
জীবনে পাওয়ার ভিড়ে না পাওয়া সংখ্যা খুব কম।
ঝলমলে আলোর জোছনায় ভুলে গিয়েছিলাম
আকাশে রাতের চাঁদটার স্থায়িত্ব ক্ষণিকের।
বহু বসন্ত একে একে এসে চলে গেছে জীবনে
নিজেকে চিনেছি, নিজেকে নিয়ে ভেবেছিও অনেক,
তবুও বাকি রয়ে গেছে অনেক অজানা সত্য,
কখনো কখনো ভুল শুধরে দিয়েছে কেউ কেউ।
যাইহোক সর্বোপরি আমি একজন পরিচয়ে মানুষ
কোন মহৎ গুন না থাকলেও জীবন কে চিনেছি ভালো করে।
তাইতো জীবনের চির সত্য টা অনুধাবন করতে পারি,
কোনো গোধূলিতে নয়তো তপ্ত দুপুরে আমি হারিয়ে যাব।
দূর গগনে তারা হয়েই থাকবো জাজ্বল্যমান,
নিঝুম রাতের বুক চিরে জ্যোৎস্নার আলোয় দেখব
সুন্দর মোহনীয় প্রকৃতির চিরন্তন ভাস্বর রূপ।
শঙ্খচিলের ডানায় অথবা মেঘেদের পিঠে ভর করে
আমি নিরুদ্দেশে হারিয়ে যাব, এবার তো আমার পালা।
সেই অজানা অন্ধকার বিন্দুতে যেখান থেকে এসেছিলাম,
কিন্তু আর সেখান থেকে চাইলেও ফিরে আসা যাবেনা।।
.................................................
কোলকাতা, বাঘা যতীন
০৭.১১.২০১৮, ৬ টা ৪০ মিনিট