জানা হল না আমাকে নিয়ে তোমার ভাবনা টা
সময়ের অন্তরালে বিষন্ন রাতের দুঃস্বপ্ন টা।
জানা হল না দুজনের চলার পথটা কেন ভিন্ন হল?
এই অবেলায় আজও দুটি মন কেন অজানা রয়ে গেল?
জানা হল না জেগে থাকা রাত কেন বেদনাতুর হয়?
বেলা শেষে শুধু ভাবি তুমি কোথায় আমি কোথায়।
জানা হল না তোমার গন্তব্যের শেষ ঠিকানা টা,
বুঝিনি দিগন্তের মাঠে তোমার অপলক চাউনি টা।
জানা হল না কি চেয়েছিল তোমার মন সারাক্ষন,
অসম্পূর্ণ ভালোবাসার মানচিত্র টা থাকে চোখের কোনে প্রতিক্ষন।
জানা হল না হৃদয়ের মধ্যে কেন লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস?
কেন হারিয়ে গেল তোমার মন মাতানো স্নিগ্ধ সুবাস?
জানা হল না তোমার দেওয়া চিহ্ন গুলোর কারণ,
তাইতো আজ আমার কবিতায় অসমাপ্ত প্রতিটি চরণ।
জানা হল না কতটুকু ভালোবাসলে থাকা যায় তোমার হৃদয়ে,
তাই তো জীবনের যোগফলটা রয়েগেল অমিল হয়ে।
জানা হল না তোমার আঙ্গিনায় ভালোবাসার মূল্য কি?
পাথর ভাঙ্গা মানুষের চোখের জলের মূল্য আছে কি?
জানা হল না নৈসর্গিক জীবনে ভালোবাসার সংজ্ঞা টা,
তোমাকে খুঁজতে খুঁজতে ভুলে গেছি জীবনের মানে টা।
জানা হল না এখন তুমি কেমন আছো, ভাবছ কি আমায়?
অবশেষে সব কিছু রয়েই গেল আমার চির অজানাই।।