চোখের বালির গল্প শোনে সবাই
কেউ জানল না কে সেই অনাকাঙ্খিত মুখ,
কেউ বুঝল না কেন কবিতা হল
কেন প্রত্যাশিত সুখ ছাপিয়ে গেল দুঃখ।
কেউ জানল না কেউ বুঝল না।............. (২বার)
অকল্পনীয় কোনো বিস্ময় ছিল অভিমানি
সুনীল স্বপ্ন টুকু ভেঙে গেল আমার,
যে জীবন হাসি গানে ছিল মধুময়
সে হৃদয়ে আজ ভরে গেছে হাহাকার।........(২বার)
বুকের জমা ব্যথায় কান্নার নোনা জলে
ভেসে ওঠে তার পাষাণী মুখ।
কেউ জানল না কেউ বুঝল না।........ ঐ
তার বিহনে শূন্য এ রিক্ত হৃদয়ে
জ্বলছে ভীষণ স্মৃতির দহন,
জীবন টা হয়েছে ধূসর মরুভূমি
বুঝিনি বিষে ভরা তার ছলনার মন।...... (২বার)
কল্পনার মুক্ত আকাশে শুধু অবিশ্বাস
ক্ষত বিক্ষত আজ আমার বুক।
কেউ জানল না কেউ বুঝল না।
চোখের বালির গল্প শোনে সবাই
কেউ জনল না কে সেই অনাকাঙ্খিত মুখ,
কেউ বুঝল না কেন কবিতা হল
কেন প্রত্যাশিত সুখ ছাপিয়ে গেল দুঃখ।
কেউ জানল না কেউ বুঝল না।............. (৩বার)