তারপর?
ভাইরাস এর কারণে দিন তো আর সয়না।
যা কিছু বাকি আছে, কেড়ে নেবে করোনা।।
ভাইরাস এর কারণে দিন তো আর সয়না।
যা করেছি রোজগার তাই সঞ্চয়,
যা ঘুস নিলাম না কো’ সে আমার নয়।.. ২
সরকারের কথা গুলো মেনে দেখি
কি আছে আমার কপালে পরে
তারপর?
ভাইরাস এর কারণে দিন তো আর সয়না।
মনে রেখো যদি জ্বরে পড়লাম
হাঁচি কাশি সর্দিতে ওষ্ঠা গত প্রাণ
তবে আমিও গেলাম
ডাক্তারের কাছে চললাম।
মনে রেখো
ঘরে ঢুকে থাকব একুশ দিন ধরে
কোন পিছু ডাকে আর বেরুবো না।.. ২
একটু দেখা যদি হয় তোমার সাথে
দূরত্ব বজায় রেখে চল না।
তারপর?
ভাইরাস এর কারণে দিন তো আর সয়না।
যা কিছু বাকি আছে, কেড়ে নেবে করোনা।।
ভাইরাস এর কারণে দিন তো আর সয়না।