সে দিন শিশির ভেজা ভোরে হঠাৎই এলে,
আমার জীবন দ্বারে হৃদয়ের অন্তরে।
তোমায় পেয়ে আমি ছিলাম আত্মহারা,
ভেবে ছিলাম পৌঁছে যাব জীবনের প্রান্তরে।
নিকষ কালো রাতে তুমি ছিলে আমার চিত্তে,
কষ্টে বিভোর হতাম শুধু তোমার স্বপ্নে।
মাঠে ঘাটে রাজপথে কত ঘুরেছি তোমার সাথে,
সহসা কেন হারালে তুমি? এভাবে গোপনে।
মনেপড়ে সেই অতীত দিন গুলি,
মিষ্টি মেদুর স্বপ্ন দেখার স্মৃতি।
আমার জীবন আজ হয়েছে বৃথা,
মুছে গেছে সব প্রেম প্রীতি ভালোবাসা।
মন আজ নির্বাক নিশ্চুপ ভারাক্রান্ত,
হৃদয় ভেঙে হয়েছে সব নিশ্চিহ্ন।
আমার রঙিন জীবনের সুর তাল ছন্দ
বিরহের গীতে হয়েছে সবই ছিন্ন।
আমার সেই দুঃখ ব্যথার কথা বলব কারে,
এই প্রাণ হীন পৃথিবীতে সবাই যে ব্যস্ত।
ভোরের রক্তিম সূর্যটাও আজ আর ওঠে না,
ঠিক যেমন উঠত সেই আগের মতো।
এখন রামধনুর রঙ গায়ে মেখে,
শুধুই অনাবিল অপেক্ষা।
চাই তোমায়, ভোরের সোনালী আলোয়,
তুমি ফিরবে ! তাই তো আমার প্রতীক্ষা।।