আমার আকাশ মেঘে ঢাকা
তোমার কাছে ভালোবাসা চেয়ে,
করেছো সর্বনাশের খেলা তুমি
শেষ বিকেলের আগুন নিয়ে ।
মেঘলা দিনের অলস দুপুরে
আমি চেয়েছি ফুলের ফাগুন,
কল্প তরুর মায়াবী ছায়ায়
তুমি দিয়েছো ব্যথা করুণ।
তৃষ্ণার্ত হৃদয়ে ক্লান্ত আমি
দুঃখ নদীর তরী বেয়ে,
বন্ধ মনের স্বপ্নালোকে থাকে
দুটি চোখ অবহেলায় চেয়ে।
ঝুম বৃষ্টিতে হৃদয় ভিজেও
ইচ্ছেরা পায়নি সুখের খোঁজ,
নির্ঘুম রাতে মেঘের ভেলায়
যন্ত্রণায় দীর্ণ করেছো রোজ।
নীরবে সয়েছি কত ব্যথা
রেখেছি বন্ধ হৃদয়ের তালা
তোমার বৃষ্টিস্নাত অবুঝ মন
বুঝবেনা কখনও ভালোবাসার জ্বালা।।