আমার জীবনেরও একটা ছোট গল্প ছিল,
অকস্মাৎ কি করে তার শেষটা হল!
চেয়েছিলাম অনেক ভালোবেসে রাখতে তাকে,
তবুও সব এলোমেলো করে দিল আমাকে।
যার সাথে হেঁটে ছিলাম অজানা পথ,
কেন যে বদলে গেলো তার মতামত।
চলে গেল সব ছেড়ে কিছু না ভেবে,
আমার ভাঙ্গা হৃদয়ের দায় কে নেবে?
তুমি ছাড়া একটি প্রহর বাঁচা ছিল কঠিন,
চেয়েছিলাম থাকতে জীবন ভর তার অধীন।
ভালো তাকে যতই বেসেছি কম মনে হয়,
প্রথম থেকেই মনে আমার ছিল সংশয়।
তাই তো আজ স্বপ্নগুলো বিবর্ণ সাদাকালো,
উদাস হাওয়ায় ইচ্ছে ঘুড়িটা কোথায় হারালো।
মন আকাশে আঁধার ঢাকে দিগন্ত রেখায়,
ভালোবাসার চিহ্ন গুলো অলক্ষ্যেই থেকে যায়।
হৃদয় মাঝে তাকে ঘিরে তাণ্ডব চলে রোজ,
উদাসী বাতাসে কুসুম কাননে তারই থাকে খোঁজ।
রাতের জোছনায় স্বপ্ন নীড়ে বিলাপ জলে ভাসি,
একেলা জীবনের রুদ্ধ দুয়ারে রূপালী চাঁদটাই হয় বাসি।
নোনতা স্বাদের ভাবনা জুড়ে তার যে স্নিগ্ধ কায়া,
রাত জোছনায় মন মোহনায় খুঁজি অতীত ছায়া।
ঘুম যে আজ নেই যে চোখে কামনার স্থল ফাঁকা,
বিরহী মন তাকে খোঁজে যদি একবার পাই দেখা।।