তুমি আমি দুজনে মিলে
স্বপ্ন সুখের জাল বুনে,
মনের সব বাঁধন খুলে
উড়ে যায় আকাশ পানে।
মন যেন আজ রয়না ঘরে
নিকষ আঁধার ঘোলাটে অন্ধকারে,
ঝিরিঝিরি বাতাসে নূপুরের শব্দ শুনে
মন চঞ্চল আওলা চুলে বাউলা গানে।
লাল হলুদ শাড়ির আঁচল
জড়িয়ে থাকে ভালোবাসার অঞ্চলে,
প্রিয় ফুল গন্ধরাজের গন্ধ নিয়ে
নাচে ললনা হৃদয় মূলে।
মনের আকাশে গ্রহন লাগে
সুর খোঁজে জীবনের মানে,
চাঁদের উপর পড়লে ছায়া
মন যে খোঁজে আপন জনে।।