শিউলি ফুলের গন্ধতে আজ
মন মেতেছে আনন্দে,
ঢাকের বাদ্যি উঠল বেজে
আগমনীর সুর ছন্দে ।
শিশির ভেজা ঘাসের আগা
ক্লান্ত যে আজ চোখের পাতা,
শান্তিতে আজ ভক্তি মিশে
ঘুচলো সবই মনের ব্যথা।
শরৎ সমীরণে কাশের বনে
মৃন্ময়ী মায়ের আবাহন,
পেঁজা তুলোর ভেলায় চড়ে
ধারায় মায়ের আগমন।
ঢ্যাং কুড়াকুড় ঢ্যাং কুড়াকুড়
আনন্দে সবার মন ভাসি,
শাপলা পদ্ম দীঘির জলে
ফুটেছে সব রাশি রাশি।
প্রাণ চঞ্চল মন উচ্ছল
পুজোয় নতুন সাজ,
ছেলে বুড়ো হাজির সবাই
নেই তো কারো কাজ।
শরৎ আকাশ মলয় বাতাস
কাশ ফুলের ছায়া,
স্বর্ণ ভূষায় ভূষিত উমা
নীল কণ্ঠের জায়া।
ত্রিশূল ধারিনী দশ ভুজা মা
দশটি অস্ত্রে সজ্জিতা,
জয় স্তোত্র উঠছে বেজে
শক্তি রূপেণ সংস্থিতা।
কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী
মা এসেছেন বাপের বাড়ি,
কয়েক দিনের পরে দশমীতে
কৈলাসে দেবেন পাড়ি।
সর্ব মঙ্গলে মঙ্গলা মাগো
আমার মনের বিশ্বাস,
মননে চিন্তনে ভক্তি কামনে
তব অনুভূতির আশ্বাস।।