মা আজ তোর বিদায় বেলায়
বাজে বিরহে সুর,
ভাল্লাগে না মাত্র এই কদিন
কেন যাচ্ছ চলে দূর?
যাচ্ছ যদি যাও ফিরে
তবে যেও অতি সাবধানে,
উড়ালপুল গুলো এড়িয়ে যেও
ভাঙছে ওগুলো যেখানে সেখানে।
হাত পা ভেঙে ফিরলে ঘরে
হবে বাপের বাড়ির বদনাম,
তার চেয়ে বরং ব্রীজ ছেড়ে
উড়োজাহাজে যাওয়া সুনাম।
তবে যা পেট্রোলের দাম বেড়েছে
প্রণামীতে দেখো কুলায় কিনা,
তা না হলে ফিরো হস্তি পিঠে
কিন্তু অটো টোটোয় যেওনা।
যাবার সময় কার্তিক গণেশ কে
ডেকে নিতে তুমি ভুলো না ,
এবার পুজোয় মেতেছে বেশি
পরকীয়ার ভয় যে ছিল না।
কার্তিক তো ময়ূর ছেড়ে ঘোড়ার পিঠে
পদ্মাবতীর সাথে শ্রীভূমিতে,
রুপোর রথে ঘুরেছে শহর
অনেক নারীর হৃদয় পথে।
লক্ষ্মী, তোমার চাপা স্বভাবের শান্ত
জানিনা মনের ভিতর কি!
সরস্বতী খুললাম খুল্লা প্রেম করেছে
বলো তাতে হলটা কি?
গণেশ তোমার খেয়েছে অনেক চপ
ফাস্ট ফুডের দোকানে,
ওর দারা হবেনা জিম ডায়েটিং
এটা ও ভালো করেই জানে।
এবার সবাই শাঁখ ঘন্টা বাজা
বিসর্জনে মা যে দশভুজা,
ভক্তি আশিস চেয়ে নিয়ে
মায়ের বরন ডালা সাজা।
ডি-জের সুরে মদিনার জলে
শরীর হয় যে মাতাল,
লজ্জা ঘৃণা রেখে পদতলে
বিজয়ার শুভেচ্ছা বল।।