যদি মনে পড়ে আমাকে
মেঘ সরিয়ে খুঁজে নিও ঐ বিস্তীর্ণ আকাশে,
যদি চোখে জল আসে
ভেবে নিও তুমি আছো আমার মনের অবকাশে।
যদি বেদনার স্মৃতি জাগে
দেখবে আমি ছায়া হয়ে আছি তোমার আসে পাশে,
যদি খেয়ালী মন হেঁয়ালি করে
তবে বুঝে নিও এখনও তোমায় কেউ ভালোবাসে।
যদি আমার দুঃস্বপ্ন দেখো
জানবে ওটা অঘটন অন্ধ মনের দৃঢ় বিশ্বাসে,
যদি হৃদয় কোনদিন কাঁপে
ভুলে যেওনা আমি থাকবো তোমার দীর্ঘ নিঃশ্বাসে।
যদি ভাবো আমি নেই
হৃদয়কে প্রশ্ন করো দেখবে আমিই আছি পরিশেষে।।