আমার মনের ভেতরে তোকে খুঁজি কারণে অকারণে,
আকাশটা ভাষা খোঁজে প্রয়োজনে অপ্রয়োজনে।
তোর চপল হৃদয়ে ধরা আছে মোর প্রাণ,
তোর সাথে জুড়েছি মোর জীবনের গান।
অঝোর বৃষ্টি অজান্তে ভিজিয়ে ছিল দুটি মন,
জ্বলন্ত স্মৃতি হয়ে ঝরে পড়ে হৃদয় চুম্বন।
সেদিনের বৃষ্টি করেছিল লজ্জা হীন সৃষ্টি,
আজ চোখের জলে আবছা হয়েছে দৃষ্টি।
সঙ্গি হীন মুহুর্ত গুলো দাবানলের মত অশান্ত,
ভালোবাসার জঠরে শরীরটাই আজ শুধু জীবন্ত।
কলমের কালিতে কবিতার ছন্দে লিখেছি তোর স্মৃতি,
গতিশীল সময়ের নিরিখে টেনেছি জীবন পর্বের ইতি।
অপেক্ষার মুহুর্ত গুলো ইশারা খোঁজে বৃষ্টিতে,
ভুলে যাওয়া ক্যালেন্ডারের দিনলিপি জাগে প্রশ্নতে।
জানিনা কতটা ভালোবাসলে থাকা যায় অন্তরে,
ক্লোরোফিল শূন্য দাগ গুলো হয়তো মিলিয়ে যাবে জন্মান্তরে।।