ভুলব কিনা জানিনা চেন্নাইয়ের
টকলা টকলা স্মৃতি,
আজ হয়তো এখানেই আমি
করে যাচ্ছি ইতি।
স্পাইসি ফুডে পেটের ভিতর
তুলে ছিল শিহর,
চুপটি করে বাতিল করি
ইডলি ধোসার বহর ।
মেরিনা বীচের বালুতে আমি
করেছি হর্স রাইড,
মুঠো ফোনের ওলা অ্যাপসে
পেয়েছি দারুণ গাইড।
মহিসুর পাক মিষ্টি ভীষণ
খেতে দারুণ সুস্বাদু,
জানিনা কেন রুগিরা আসে
কি আছে অ্যাপলোর যাদু।
অফিস সফরে সি-ল-র-আই গেস্টহাউসে
নিয়েছি হরিণের পিছু,
আই-আই-টি তে বসের পিছনে ঘুরে
শিখেছি অনেক কিছু।
নীল আকাশে ফ্লাইটে উড়ে
দেখেছি শহরের দৃশ্য,
ঘরে ফিরে চেনা খাবারে
গন্ধ তোমার অদৃশ্য।।