সুখ স্মৃতি আমায় আনন্দ দিতে পারে না,
তাই দিয়েছে শুধু অপার যন্ত্রণা আর বেদনা।
প্রথম সাক্ষাৎকার সন্ধ্যাবেলা পথের চলায়,
দ্বিতীয় দেখা কোনও এক পরিচিত মধুর মেলায়।
তৃতীয় মিলন দুজনের যুক্তি করে বিজন পথে,
সোনালী ভোরে কৃষ্ণচূড়ার তলে তোমার সাথে।
তারপর হয়েছি অনেক মুখোমুখি হেথায় হোথায়,
জমেছে অনেক অবুঝ স্মৃতি মনের মনি কোঠায়।
না ভোলা স্মরণীয় দিন টা ছিল বিস্তীর্ণ রাজপথে,
লজ্জিত চোখে উদ্বেলিত মনে একান্ত হৃদয়ের সাথে।
ভুলিনি এমনই অনেক দিনের স্মৃতি গোধূলির শেষ লগ্নে,
দুজনে অপেক্ষিত সবুজ মাঠে বাঁকা খালের তট সংলগ্নে।
রয়েছে অনেক যন্ত্রণার মুহূর্ত ঝিঁঝিঁ পোকার বেসুরো তানে,
পথের ধারে বেজে ওঠা দ্রুতগামী গাড়ির সাইরেনে।
লোকালয় ছাড়িয়ে রাঙা মেঠো পথে প্রেম যে দণ্ডায়মান,
পাখিদের কলতানে ফুলের সৌরভে হয়নি আজও মৃয়মান।
দক্ষিণা সমীরণে বয়ে চলে সেই অমর ভালোবাসার সুবাস,
সর্বক্ষণে আজও অনুভব করি তোমার আগমনের আভাস।