যখন আমি ভাবতে থাকি লিখব কিছু যেই
অদ্ভুত এক ভাবনাতে হারিয়ে ফেলি খেই।
আমার ভালোবাসার গল্প জানে এই শহর,
আমার আজগুবি ভাবনার সাক্ষী এই শহর।
আমার কুয়াশা ঢাকা আবদারের এই শহর।
ওল্টানো অভিমানী ঠোঁটে ভিজেতে থাকে রাত।
অন্ধকারে তোকে কেউ দেখলে বলত স্ট্যাচু,
তুই অদ্ভুত সুন্দর নিখুঁত একটা ভাস্কর্য।
সত্যি বলছি তুই এমন ভাবে তাকিয়ে থাকিস
যে ঐ চোখ দেখে প্রেম জন্মায় আমার অন্তরে।
তোর জানালায় বসে গুনেছি নিঃশ্বাসের আয়ু
চামড়ায় লেগেছে জ্যোৎস্না মাখা সময়ের স্পর্শ,
তৈরী হয়েছে ভাবনার বারন্দায় অসংখ্য রঙিন স্বপ্ন,
হ্যাঁ অসংখ্য রঙিন আজগুবি ভাবনায় ঠাসা ঠাসি,
কিন্তু কখন যে শহরের বুকে ঘন কুয়াশা জমে উঠল
আর ভাসতে থাকলাম কুয়াশা জমা সকালের আবদারে।
কিন্তু এখন শুধু সময় পেলেই নিস্তেজ অকেজো নিউরনে
রিফ্লেক্ট করতে থাকে অতীতের লুকোনো কোন ইচ্ছেটাকে,
আর ভুল করে লিপিবদ্ধ হতে থাকে রাতের পান্ডুলিপি...।।