"রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।"

ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....

ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....

আশ্বিন মাসে   কাশের বনে
দূর্গা মা আমার   এলো ফিরে,
ঢাকের কাঠি   আজ  উঠলো বেজে
আগমনীর  এই   গানের সুরে।

শিউলি তলায়   ভোরের বেলায়
মায়ের চরণ     দেখতে যে পায়,
অসুর নাশিনী    চণ্ডী যে... মা
শক্তি রূপী  তুমি   ভক্তিতে..... মা।
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....

বলো দূর্গা মাইকি... জয়
বলো দূর্গা মাইকি... জয়

মণ্ডপ গুলো  আজ  রঙিন সাজে
খুশি যে আজ    সবার কাছে,
ধুনুচি আর    কাঁসর বোলে
ভক্তি যে আজ     প্রতি পলে।

শক্তি তুমি মা    দশ ভূজা
ভক্তি ভরে    কাছে আসা,
তুমি যে মা    হৃদয়ে মা
মনের আশা এই  ভালোবাসা
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....

বলো দূর্গা মাইকি... জয়
বলো দূর্গা মাইকি... জয়


ভাবনা গুলো  আজ  খুশির ডালে
নাচছে কোমর   ঐ ঢাকের তালে,
জীবন যেন   প্রতি পলে
হেঁসে খেলে সে  যাবে চলে।

ষষ্ঠীর বোধন    সপ্তমীর রাত
অষ্টমীতে হবে    অঞ্জলীর সাজ,
নবমীতে    আমার কুমারী.... মা
শঙ্খ উলু     হোম যজ্ঞেতে..... মা।
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....

বলো দূর্গা মাইকি... জয়
বলো দূর্গা মাইকি... জয়



আলতা পায়ে    সিঁদুর খেলে
শুভ বিদায়     দেব বলে,
আলতা পায়ে    সিঁদুর খেলে
শুভ বিদায়     দেব বলে,
সোনার বাংলা    একা করে
উমা যাবে   আজ  কৈলাস চলে।
সোনার বাংলা    একা করে
উমা যাবে   আজ  কৈলাস চলে।
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....
ঢাংকুরাকুর নাকুনাকুর বাজনা বাজে রে
বছর ঘুরে আবার পুজোর গন্ধ এলো রে....

বলো দূর্গা মাইকি... জয়
বলো দূর্গা মাইকি... জয়..
বলো দূর্গা মাইকি... জয়
বলো দূর্গা মাইকি... জয়।।

********************
Kolkata-
Song by S-N-R Entertainment