প্রেম কি...
শুধুই দুজনের কাছে আসা?
বহু দূরে থেকে একে অপরকে
অনুভব করার নামও প্রেম।
প্রেম কি...
শুধুই দুজনের মিলন বোঝায়?
এক অযাচিত কষ্টের ভিড়ে
হঠাৎই নিজেকে হারিয়ে ফেলার নামও প্রেম।
প্রেম কি...
শুধুই দুজনের মনের কামনা?
নিজে শত দুঃখ কষ্ট সহ্য করেও
অন্যকে খুশি দেখার নামও প্রেম।
প্রেম কি...
শুধুই দুজন দুজনকে বোঝা?
নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে
অপরকে সময় দেওয়ার নামও প্রেম।
প্রেম কি...
শুধুই দুজনের মতের মিল?
অপরকে জীবন যুদ্ধে জিতিয়ে দিয়ে
নিরুত্তর নির্বিকারে মেনে নেওয়ার নামও প্রেম।।