একে একে কাটছে আমার
জীবনের উষ্ণ প্রহর,
সময়ের শেষ আঙিনায় দাঁড়িয়ে
জড়াল দুঃখের চাদর।
ভুল আমার ভুল এ মন
কষ্টের এই কারাগারে,
পোয়াতি প্রেম হারিয়ে যায়
ভাগ্যেরই শুকনো ডোরে।
তুমি তো জানো এই হৃদয়
খুঁজেছে সুখের আদর।
নীড় হারা পাখি হয়ে খুঁজেছি
একাকী বিরহের চড়ে,
চোখ যে জলে ভেসে যায়
ভালোবাসা কি যাবে মরে।
বিশ্বাস অবিশ্বাসের মাঝে মনের
রইলো না কোন কদর।।