তোমার চোখে দেখেছিলাম
যে ভালোবাসার আগুন,
সেই তো বয়ে এনেছিল
আমার জীবনে ফাগুন।
ইচ্ছে ছিল পতঙ্গের মতো
ঝাঁপ দিয়ে মরি,
ভয় যে ছিল সদায়
পাছে ধরা পড়ি।
তোমার সুন্দর মনটা তে
যদি দাগ একটা পরে,
আমি সেই দাগ হয়ে
থাকবো তোমার ঘরে।
তোমায় পেয়ে ভেবেছিলাম
এবার আমি বাঁচব,
ছেড়ে তুমি গেলে তবে
ভীষণ আমি কাঁদব।
আগুন ঝরা বুকের মাঝে
ছিল কোমল স্পর্শ ঠোঁট,
তুমি বিনা জীবন পথে
খাব আমি হোঁচট।
ভীষণ ছিল ভয় আমার
পেয়ে যদি হারায় তোমায়,
তাইতো শুধু দূরে দূরে
থাকতে আমি চাই।
আজ যে এসব গল্প কথা
তুমি চলে গেলে,
যাওয়ার পথে কেন তুমি
ভালোবাসা রেখে গেলে?
এসব কথা ভাবতে গিয়ে
চোখে এল জল,
সুখের মাঝে দুঃখ এত
কি করে সইব বল?!