চোখে চোখ রেখে
হাতে হাত রেখে
যদি বলো ভালোবাসি,
দিনে দিন বাড়বে
সবাই সব জানবে
একথা রোটবে বেশি।
মুখে মুখ রেখে
ঠোঁটে ঠোঁট রেখে
যদি বলো ভালোবাসি,
ফুলে ফুলে ছড়াবে
অলিকে অলি জানাবে
বলবে ভালোবাসে প্রেয়সী।
গায়ে গা রেখে
পায়ে পা রেখে
যদি বলো ভালোবাসি,
রাতে রাত জেগে
একাকী একা থেকে
ভালোবাসা হবে বেশি।।