নিউরোনে আজ অদ্ভুত অনুভূতি
আমি নেই আমিতে,
শুকনো হাসি কান্নার ভিড়ে
হারিয়ে গেছি তোমাতে।
দোক্কা ওড়ার দিনগুলো আজ
নিরস কবিতার পাতা,
উস্কো-খুস্কো চুলের ভাঁজে
আমি বিভ্রান্ত শ্রোতা।
সব কাজই ভাবনার নীড়ে
করি শুধুই ভুল,
দুঃখ নদীর নোনা জলে
ভেবে পাই না কূল।
স্বপ্ন গুলো স্মৃতির জোয়ারে
মনকে দেয় নাড়া,
বুকের ভিতর চাপান ব্যথা
করছে ভীষণ তাড়া।
অভিমান আর ভালোলাগার চোটে
হারিয়ে গেছে বায়না,
ছোট্ট আশা হৃদয় মাঝে
স্বপ্ন সুখের আয়না।।