স্থায়ী...
দু-চোখ চেয়ে দেখো তুমি
এই মন আজও একলা
কেন ভালোবাসা নিয়ে
করলে অবহেলা ।
হয়তো যুগের হাওয়া লেগে বদলে গেছো তুমি
হাজার স্মৃতি বুকে রেখে একই আছি আমি।

অন্তরা....১
একটু হাসি একটু ছোঁয়া
আজও মনে পড়ে,
চোখের কোনে জলটা শুধু
এখন খেলা করে।
হাজার স্মৃতি বুকে রেখে একই আছি আমি।

অন্তরা.....২
সেই দিনটা সেই রাতটা
আমি ভুলবো কিকরে,
আগলে রাখার দিন গুলো যে
শুধুই মনে পড়ে।
হাজার স্মৃতি বুকে রেখে একই আছি আমি।