রাতের প্রহরে নেমেছিল বৃষ্টি অঝোরে,
তুমি যে চলে গেছো আসছি বলে,
পাথর কালো অন্ধকারে কোথায় হারালে?
স্মৃতির পাহাড়ে বসে শূন্য এবুক হাহাকার করে।
অনেকটা পথ দুজনে হেঁটেছিলাম স্বপ্ন নিয়ে,
ঘুম ভাঙ্গতেই দেখি কিছু প্রশ্ন চিহ্ন,
স্বপ্নীল হৃদয়টা হয়েছে ছিন্ন ভিন্ন।
আকাশটা আজ ঢেকেছে দুঃখ মেঘের চাদর দিয়ে।
খুব ইচ্ছে ছিল তোমায় নিয়ে একদিন রোদ্দুর হয়ে যাই,
মাথার মধ্যে তখন ঘাপটি মেরে ছিলে তুমি,
বুঝিনি আকাশ তলে ভুল ঠিকানায় দাঁড়িয়ে আমি।
কূল হারা নাবিকের মতো জীবন তরী নিয়ে ভেসে যাই।
আজ বৃষ্টি রাতের ভাবনা গুলো ভীষণভাবে একা,
নিঃসঙ্গতার সঙ্গ তুমি দিয়েছ অশ্রু ফোঁটা,
কাজল চোখে খুন হয়েছে জীবনের গল্পটা।
এখন আপন মনে ছবি এঁকে তোমায় শুধু দেখা।
নিজেকে রেখেছি আমি তোমার থেকে সরিয়ে,
দিশেহারা ক্লান্ত তোমার পথ চেয়ে,
বিশ্বাস টুকু আছে মনে তাইতো দাঁড়িয়ে।
ব্যথার ভার সয়ছি আমি বুকে আগুন জ্বালিয়ে।।