তুমি কি করে ভুলে থাকো
মনে কি পড়ে না আমায়?
স্মৃতির দহনে জ্বলছি আমি
ভুলতে পারি না তোমায়।...... (2)
কখনও তোমায় পাবনা জেনেও
আশায় বেঁচে থাকা,
এই কি প্রেম ভালবাসা
জীবন ভর একা।
চোখের কোনে বারি ধারা
নীল বেদনার ছায়া,
অতীত দিনের স্মৃতি গুলো
মিথ্যে বাড়ায় মায়া।......... (২)
হৃদয়ের ভাঙা স্বপ্ন গুলো
মনকে করে ফাঁকা,
এই কি প্রেম ভালবাসা
জীবন ভর একা।
কষ্ট গুলো স্পষ্ট ভাবে
বাঁধছে বুকে বাসা,
হারিয়ে গেছে বিজন পথে
আমার ভালোবাসা।.......... (২)
ছায়ার মতো থাকবে পাসে
হবে না ছুঁয়ে দেখা,
এই কি প্রেম ভালবাসা
জীবন ভর একা।....... ঐ