কেন জানিনা আজ ভোরে হঠাৎই মনে হল
স্মৃতি টা বোধহয় একটু কম জোর হয়েছে,
একবার পড়ে নিশ্চিত মনেরাখা শব্দ গুলো
কেমন যেন মন থেকে সব হারিয়ে যাচ্ছে।
সুখের স্বপ্ন গুলো আর চোখে ভাসে না
শুধু জেগে থাকে অনাবিল ব্যথার শ্রাবণ,
দিনের আলো দূরে রেখে আঁধারকে ভালোবেসে
যন্ত্রনাময় এই জীবনে রইল শুধুই কি প্রহসন?
আজও ভাবি একলা বাতায়নে সেদিনের কথা
ভালোবাসা ভুল ছিল কার; তোমার না আমার?
অবিশ্বাস ভুল বোঝাবুঝিতে নিজে কে রেখে বন্দি
শুধু ভেবেছ জীবনে নির্মম স্বার্থটাই তোমার।
আঘাতে আঘাতে হৃদয় টা করেছো চূর্ণ বিচূর্ণ
তবু আমি চাই না তোমার নিদারুণ ঘৃণা,
নিরাশা জমেছে বুকে দুঃখ বেদনার বাগানে
ভুলে যেতে চাই সে স্মৃতিময় জীবন যন্ত্রণা।।