বুকের বহ্নি শিখায় পুড়তে থাকা জঙ্গলে
আগুনের উষ্ণতায় আমিও ঝলসে গেছি।
বালি-ঘড়ির ঝরেপড়া বালিতে সময়ের দোলনায়
অজস্র গোপনতার সাক্ষী তুমি - - - চোখেরবালি।
তোমার অদ্ভুত নামের আড়ালে তোমার বুকে দাঁড়িয়ে
সময়ের খাঁজে আজ বিখ্যাত হয়েছি আমি।
যে চোখেরবালি স্বল্প ক্ষণের জন্যে হলেও
প্রমাণ করে আমার নিরন্তর বেঁচে থাকার অর্থ।
ঘুটঘুটে অন্ধকার থেকে ঠিক-ভুলের সমতা রেখে
ধীরে ধীরে পা ফেলে বয়ে আনে একটা শব্দ - 'বিশ্বাস'।
যে বিশ্বাসের উপর ভর করে তৈরী হয়েছিল ভালোবাসা,
বিকৃত মুখে রেখে গেলো উত্তরহীন একটা প্রশ্ন চিহ্ন।
এলোমেলো ছন্দ হীন কবিতাগুলো অজস্র স্বপ্নের ভীরে
সাদা কাগজে মসির কালিতে আজ শুধুই বিখ্যাত হয়ে যায়।
মাথার ভিতর রঙ ছিটানো হীরক উজ্জ্বল দিন গুলো
স্মৃতির ক্যানভাসে আটকে জীবন মৃত্যুর চৌকাঠে দাঁড়িয়ে থাকে।।