তুমি যে গেছো দূরে চলে
হয়ে অন্যের প্রিয় জন,
তাই তো তোমার মনে বসন্ত
আমার দুচোখে নেবেছে শ্রাবণ।...(২বার)
বিধাতা বলে দাও তুমি
ভালোবাসা কেন দেয় এত কষ্ট।
বিধাতা বলে দাও তুমি
ভালোবাসা কেন দেয় এত কষ্ট।
কত ব্যথার সয়েছি যন্ত্রণা
করিনি কোনো দিনও প্রতিবাদ,
ভাল যে তোমায় বেসেছি শুধু
সে কি ছিল মোর অপরাধ?......(২বার)
বিধাতা বলে দাও তুমি
ভালোবাসা কেন দেয় এত কষ্ট।
বিধাতা বলে দাও তুমি
ভালোবাসা কেন দেয় এত কষ্ট।
মন নিয়ে খেলেছো শুধু
বুঝিনি তুমি ছিলে কি আমার,
সবযে হয়েছে নিঃস্ব জীবনে
কিছু নেই অবশেষ আর।....... (২বার)
বিধাতা বলে দাও তুমি
ভালোবাসা কেন দেয় এত কষ্ট।
বিধাতা বলে দাও তুমি
ভালোবাসা কেন দেয় এত কষ্ট।
তুমি যে গেছো দূরে চলে
হয়ে অন্যের প্রিয় জন,
তাই তো তোমার মনে বসন্ত
আমার দুচোখে নেবেছে শ্রাবণ।
বিধাতা বলে দাও তুমি
ভালোবাসা কেন দেয় এত কষ্ট।... (৩বার)