স্বপ্ন দেখতে শিখিয়েছিলে তুমি
তাই তো ভাবতে শিখেছিলাম,
ইচ্ছাও প্রকাশ করেছিলাম।
তবে স্বপ্নটা ছিল একটু অভিমানী
কত যে ভিজেছি দুজনে অসময়ে বৃষ্টি তে,
কত যে বিকেল কেটেছে রক্তিম সূর্য দেখে,
কত রাত যে জ্যোৎস্নায় ভেসেছি
কত পথ যে হেঁটেছি দুজনে হাতে হাত ধরে,
কিন্তু সময়ের আবর্তে আজ সবই স্তব্ধ।
স্মৃতির দুয়ারে আজ শুধু অতীতের চিহ্ন,
বেদনার নীল রঙটা আজ প্রতিটা প্রহরে বিদ্যমান।
তবুও ইচ্ছে হয় আর একবার হ্যাঁ অন্তত একবার তোমায় দেখতে।
শুভ্র মেঘে অরুণ আলোয় শিউলি ফুলের গন্ধে মাখা
অষ্টমীর সকালে দুর্গা দালানে যেমনটি দেখেছিলাম
তিনটি বছর আগে,
সেই নীল শাড়ি টি পড়ে
আলতা পায়ে , জুমি কংকন হস্তে, কপালে রক্ত চন্দন টিপে।
উত্তরে সমীরণে উড়ে যাওয়া অবাধ্য চুলের স্পর্শে
আলতো ছোঁয়ায় শিরায় শিরায় তরঙ্গ দোলায়,
অস্পষ্ট আলো আঁধারীর লুকোচুরি কখন যে
ধীরে ধীরে অজান্তেই ভালোবাসায় রূপ নিয়েছিল।
দূরালাপনি আমাদের দূরত্ব কে দূর করে ছিল,
অপেক্ষায় থাকতাম পূব আকাশে রক্তিম সূর্য টা উদয়ের।
মাতাল প্রেমের যুগল সোহাগের প্রকাশ্য সমর্পণ।
কিন্তু আজ নিজের নখে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে
এই ঘৃণার্ত শরীর টাকে।
এখন গভীর রাতে নিদারুণ মৌনতায় ঘেরা চারপাশে
স্বপ্ন ভুলে ফুঁপিয়ে কাঁদি হৃদয়ের আর্তনাদে।
আর ভাবি যদি ফিরে আসো, ফিরে আসো যদি, তবে....!?