বৃন্দাবনে থৈথৈ যমুনার নির্জন কূলে
রাখাল বালকের সনে,
গোপীদের বসন লুকায়ে কদমের ডালে
দুষ্টু প্রেম কৃষ্ণের মনে।
কানাইয়ের রাঙা ঠোঁটে নিধি বনে
মোহন মুরলী বাজে,
টের কদমের তলে কৃষ্ণ রাধিকা
নাচে গোপীদের মাঝে।
ব্যাকুল বাসনার স্রোতে চঞ্চল মনে
প্রেম সুধা জাগে,
হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তুলে
রাধারানী জড়ায় প্রভুকে।
এমনই প্রেম যুগলের মোহনীয় বাঁধনে
শিহরণ তোলে হৃদয়ে,
মীরার ভজনে এ মধুর প্রেম গাঁথা
যুগযুগ অমর রয়ে।