শীতের অপরাহ্নে খোয়াই এর তটে
রকমারী সাজ পাবে সোনাঝুরি হাটে।
কুটিরশিল্পীরা আনে হাতের কাজ শনিবারে
বসে দোকান সারি মেঠো পথের প্রান্ত ধরে।
নাক কান গলায় রঙিন সুতোর ঝুমকো মেলে
কাঁথাস্টিচ পোশাকে ভরে হাট কোলাহলে।
ঘটী মাথায় সাঁউতালী মেয়েদের সাথে
পর্যটক নাচে দুলিয়ে কোমর হাত ধরে হাতে।
আপন মনে একতারা বাউলের গানে
ব্যথিত জন খোঁজে জীবনের মানে,
অপচয় অজুহাত করে প্রেমিকার কাছে
টুকিটাকি কেনা চায় অভিমান হয় পাছে।
বহুরূপী সেজে থাকে একা পাগলা ভোলা
সারা দিন ঘুরে কখন যে চলে যায় বেলা।
হিসেবের খাতায় আসে সময়ের ভেলা
ফুরিয়ে এলে আলো ভেঙে যায় মেলা।
নিঃসঙ্গ সাঁঝে একা সোনাঝুরি গাছ তলা
খোয়াই এর স্মৃতি নিয়ে সবার ফিরে চলা।।
"" "" "" "" "" "" "" "" "*****
শান্তিনিকেতন। সোনাঝুরি
বোলপুর 21.11.21