ফুট ফুটে জোছনায়
      খোকন সোনা বিছানায়,
এপাশ ওপাশ করে মায়
      তবু সোনা ঘুমায়।

রাত বাড়ে প্যাঁচা ডাকে
      শব্দ শোনা যায়,
তারা জ্বলে মিটিমিটি
      চারিদিক আলোক ছটায়।

ভোর হয় পাখি ডাকে
      ঘুম ভাঙে বিছানায়,
দাঁত মেজে মুখ ধুয়ে
      উঁকি মারে জানালায়।

সকাল থেকে হুড়হুড়ি
      পড়া তার বন্ধ,
ঘাম নিয়ে বাড়ি ফেরে
      গায়ে নিদারুণ গন্ধ।

সারাদিন খায় মার বকুনি
      তবু সোনা চঞ্চল,
নাওয়া খাওয়া সব ভুলে
      খেলা করে অবিচল।

স্কুলে গিয়ে খেলা চায়
      পড়া পড়া খেলা,
হই হুল্লোড়ে টিফিন খেয়ে
      কেটে যায় বেলা।

ছুটির শেষে বাড়ি ফিরে
      বিকেলে যায় মাঠে,
মেঠো পথে ফিরে আসে
      সূর্যি গেলে পাটে।

সন্ধ্যে বেলা পড়তে বসে
      ঢুল আসে চোখে,
ক্লান্ত সোনা ঘুমিয়ে পড়ে
      পড়ার বই দেখে।।
.......................................
রচনা ২১.০৭.১৮
সময় :- ০৭.১০ মি
কোলকাতা