এই মনে নিশিদিন
তুই স্মৃতির পাতায়,
বৃষ্টিধারা গায়ে মেখে
তোকেই খুঁজে যাই।....... (২বার)
কেন সাধ মেটেনা?
কেন ঘুম আসেনা?
বেদনার দহনে,
স্বপ্নের আগুনে,
শুধু তোকেই আমি চাই।
শুধু তোকেই আমি চাই।
শুধু তোকেই আমি চাই।
সা সাসাগা রেগাপামাপাধানি
সা সাসাগা রেগাপামাপাধানি
হো দেখ এসে বুক চিড়ে,
তোকে ভেবে গেছি পুড়ে।... (২ বার)
অভিমানে নীল হয়েছি তাই।..
অভিমানে নীল হয়েছি তাই।..
কেন সাধ মেটেনা?
কেন ঘুম আসেনা?
বেদনার দহনে,
স্বপ্নের আগুনে,
শুধু তোকেই আমি চাই।
শুধু তোকেই আমি চাই।
শুধু তোকেই আমি চাই।
ও পর হয় শুধু প্রিয়জন,
বাঁধ ভাঙা স্মৃতির দহন।.... (২বার)
তোকে হারিয়ে বুঝেছি তাই...
তোকে হারিয়ে বুঝেছি তাই...
কেন সাধ মেটেনা?
কেন ঘুম আসেনা?
শব্দের ভিড়ে,
মনের নীড়ে,
তোকেই শুধু চাই।
শুধু তোকেই আমি চাই।
শুধু তোকেই আমি চাই।
এই মনে নিশিদিন
তুই স্মৃতির পাতায়,
বৃষ্টিধারা গায়ে মেখে
তোকেই খুঁজে যাই।....... (২বার)
কেন সাধ মেটেনা?
কেন ঘুম আসেনা?
বেদনার দহনে,
স্বপ্নের আগুনে,
শুধু তোকেই আমি চাই।
শুধু তোকেই আমি চাই।
তারারা রুরুরু
হুম হুহুমমম
সা সাসাগা গামাপা
(সুর দেওয়া আছে)