এক সমুদ্র চোখের জল
তুমি কেন আমায় দিলে?
তুমি তো আমার সবি ছিলে
তবে কেন হারিয়ে গেলে?
হৃদয়ের অন্তঃস্থলে গভীর ব্যথা
বুকে জমেছে অসীম শূন্যতা,
পৃথিবীর যত দুঃখ বেদনায়
উদাস মনে শুধুই নীরবতা।
তুমি কেন সুখটুকু কেড়ে নিয়ে
আমায় কাঁদিয়ে ভুলে গেলে!
কথা না রেখে বিশ্বাসটুকু ভেঙে
ফেরারী স্মৃতিগুলো রেখে গেলে।
আজ নিদ্রাহীন দুঃস্বপ্নের ভিড়ে
মনেপড়ে শুধু তোমায়,
ভোরের রক্তিম আলোক ছটায়
অতীতটা পিছু ডাকে আমায়।
পারিনি বোঝাতে আমি আমায়
জীবনটা দিয়েছ নিঃস্ব করে,
মিথ্যে ভালোবেসে ইচ্ছে করে
কি পেয়েছ তুমি অভিনয় করে?