আকাশ কাঁদে বৃষ্টি পড়ে
আমার মনের দুঃখ দেখে,
আমি ভুল করেছি ভালোবেসে
সময় যাচ্ছিল বেশ কেটে।
অতীত স্মৃতি মনে পড়ে
ভুলে থাকা যে তাকে যায় না।
বুঝিনি তুমি হারিয়ে যাবে
ভালোবাসা যে সবার কপালে সয়না
জীবন চলে সব ছেড়ে
ঘূর্ণি পাকের পথটি ধরে,
ভাবিনি একা যেতে হবে
তোমায় ছেড়ে বহু দূরে।